মুক্তির ৮ দিন পর দুবাই বন্দরে এমভি আব্দুল্লাহ

দুবাই বন্দরের বহির্নোঙরে এমভি আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এতে থাকা ২৩ বাংলাদেশি নাবিক সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাজটি দুবাই পৌঁছায় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

তিনি জানান, জলদস্যুদের সঙ্গে জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমঝোতা সফলভাবে শেষ হওয়ার পর দস্যুরা জাহাজটিকে ১৪ এপ্রিল মুক্তি দেয়। জাহাজটি আজ দুবাই বন্দরে পৌঁছেছে।

তিনি বলেন, 'জাহাজটি বর্তমানে বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছে। অনুমতি পেলে আজ রাতেই কিংবা আগামীকাল সকালে বন্দরের জেটিতে ভিড়বে জাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা খালাসের জন্য।'

জলদস্যুদের হাত থেকে মুক্তির পর জাহাজটি সোমালি উপকূল থেকে প্রায় ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল যাত্রা করে দুবাই পৌঁছায়।

এর জন্য সময় লেগেছে আটদিন।

জাহাজের নাবিকরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে মেহেরুল করিম জানান।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

37m ago