ভারত থেকে ২১ রোহিঙ্গাকে পুশ-ইন

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ শুক্রবার ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার হাতিপাগাড় এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, পুশ-ইন হওয়া ২১ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে। তারা পৃথক ছয় পরিবারের সদস্য।

বিজিবি জানায়, ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময় এই পরিবারগুলো কক্সবাজারের উখিয়া বালুখালী শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। এরপর কোনো এক সময় তারা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলে প্রবেশ করে। সেখানে তারা হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিল। এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তারা অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার হয়।

পরে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ পরে ২৪ জুলাই রাতে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

পুশ-ইনের পর বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, 'আটক রোহিঙ্গাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।'

উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

7h ago