প্রচণ্ড গরমে মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে অচেতন ২ শিক্ষার্থী
মুন্সীগঞ্জের টংগীবাড়ী ও শ্রীনগরে প্রচণ্ড গরমে বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থীর অচেতন হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
আজ রোববার দুপুরে টংগীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ও শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
দুই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাস ডেইলি স্টারকে বলেন, 'ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ক্লাসে অসুস্থ হয়ে পড়েছিল। সে সকালে কিছু খায়নি। তার ওপর তীব্র গরম। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে।'
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তোহা মো. শাকিল ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১২টার দিকে অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। আমরা জানতে পারি সে প্রচণ্ড গরমে অচেতন হয়ে পড়েছিল। তার চিকিৎসা চলছে। সে ভালো আছে।'
প্রচণ্ড গরমের কারণে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল ডেইলি স্টারকে বলেন, 'আজ গরমে অসুস্থ তেমন কোনো রোগী আসেনি। তবে, আমরা অতিরিক্ত স্যালাইনের ব্যবস্থাসহ প্রস্তুত আছি।'
Comments