নাটোরে হিট স্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

সকালে খেত থেকে ভুট্টা তুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি
খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত

ছুটিতে দেশে এসে হিট স্ট্রোকে মারা গেছেন সৌদি আরব প্রবাসী খায়রুল ইসলাম (৫০)।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ১৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন খায়রুল ইসলাম। আজ সকালে খেত থেকে ভুট্টা তুলতে যান তিনি। এসময় জমিতেই অসুস্থ হয়ে পড়েন খায়রুল। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে খাজুরা বাজারে পল্লী চিকিৎসক ডা. খোরশেদ আলমের কাছে নিয়ে যান। এসময় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন হিট স্ট্রোকে মৃত্যুর খবর পেয়ে মৃত ব্যক্তিকে দেখতে একজন স্বাস্থ্যকর্মী গিয়েছিলেন। লক্ষণ দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।

Comments