বিপত্তি কাটিয়ে ইউটিউবে ডেইলি স্টারের এক মিলিয়ন সাবস্ক্রাইবার

ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপলোডার চাইলে সে ভিডিও ডাউনলোড সুবিধা চালু বা বন্ধ রাখতে পারেন। ছবি: রয়টার্স
ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপলোডার চাইলে সে ভিডিও ডাউনলোড সুবিধা চালু বা বন্ধ রাখতে পারেন। ছবি: রয়টার্স

দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এক মিলিয়ন ছাড়িয়েছে।

পত্রিকাটির মাল্টিমিডিয়া বিভাগ ২০১৫ সালে যাত্রা শুরু করার পর আজ মঙ্গলবার এ বিভাগের অধীনে পরিচালিত চ্যানেলটি এই মাইলফলক অর্জন করল।

২০২১ সালে প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছিল মাল্টিমিডিয়া বিভাগ। একটি অনলাইন স্ক্যামে পড়ে প্রথম ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যায়। 

পরে দ্য ডেইলি স্টার দ্রুত নতুন আরেকটি চ্যানেল পরিচালনা শুরু করে।

এরপর আজকের এই অর্জনের মাধ্যমে বোঝা গেল, পত্রিকাটির ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে পাঠক-শ্রোতাদের সম্পর্কের দৃঢ় ভিত তৈরি হয়েছে।

পাঠকের চাহিদা অনুযায়ী সঠিক ও দায়িত্বশীল কনটেন্ট প্রচারের অটল অঙ্গীকারের কারণে এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, 'কোনো চাঞ্চল্য সৃষ্টি করে বা ক্লিক করার প্ররোচনামূলক কনটেন্ট দিয়ে নয়, বরং নৈতিকতার ভিত্তিতে সাংবাদিকতার মাধ্যমে আমরা এই মাইলফলকে পৌঁছেছি।'

এই অর্জনের মাধ্যমে দ্য ডেইলি স্টার বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে সংবাদ ও তথ্যের একটি বিশ্বস্ত উৎস হিসেবে নিজ অবস্থানকে নতুন করে নিশ্চিত করল।

Comments

The Daily Star  | English

Trump says Iran has 'maximum' two weeks, dismisses Europe peace efforts

Israel's war with Iran entered its second week on Friday with the Israeli military chief warning of a "prolonged campaign"

3h ago