র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না: মার্কিন পররাষ্ট্র দপ্তর

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আচরণ পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না।

স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আচরণ পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে এক সাংবাদিক প্রশ্ন করেন। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী।

এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, 'ওসব দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না।'

Comments