প্রধানমন্ত্রীর ডিপিএস তুষার ও এপিএস হাফিজুরের নিয়োগ বাতিল

এ ধরনের পদধারীরা যাদের ইচ্ছায় নিয়োগ পান তাদের পদের মেয়াদ বা ইচ্ছামাফিক সময় পর্যন্ত পদে বহাল থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসান জাহিদ তুষার ও গাজী হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১ জুন শনিবার থেকে এ দুই কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর হবে। 

তাদের সঙ্গে করা চুক্তির 'অনুচ্ছেদ-৮' অনুযায়ী চুক্তি বাতিল করা হয়েছে জানা গেছে।

উল্লেখ্য, এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগে থাকা কর্মকর্তারা কতদিন সংশ্লিষ্ট পদে থাকবেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না।

সূত্র জানায়, এ ধরনের পদধারীরা যাদের ইচ্ছায় নিয়োগ পান তাদের পদের মেয়াদ বা ইচ্ছামাফিক সময় পর্যন্ত পদে বহাল থাকতে পারেন।

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

55m ago