দিল্লিতে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

নয়াদিল্লির আইটিসি মৌর্য শেরাটন হোটেলে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
নয়াদিল্লির আইটিসি মৌর্য শেরাটন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও উপস্থিত ছিলেন।

নয়াদিল্লির আইটিসি মৌর্য শেরাটন হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা এখানেই অবস্থান করছেন।

কংগ্রেসের এক প্রবীণ নেতা বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে বৈঠকের বিস্তারিত জানাননি তিনি। তিনি বলেন, 'গান্ধী পরিবার ও শেখ হাসিনার পরিবারের মধ্যে দীর্ঘদিনের পুরোনো সম্পর্ক। এর সূত্রেই সৌজন্যমূলক বৈঠক হয়েছে।'

Comments