‘আসন স্বল্পতায় মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে’

Law minister
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

দেশে ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম বলে জাতীয় সংসদে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক।

আসন স্বল্পতার কারণে মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান মন্ত্রী।  

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান আইনমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এটি উত্থাপন করা হয়।

আনিসুল হক জানান, দেশের ১২টি ক্যাডেট কলেজের মধ্যে মেয়েদের ৩টি ক্যাডেট কলেজ আছে।

তিনি বলেন, 'দেশের মোট জনসংখ্যায় ছেলে ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম। প্রতি বছর সপ্তম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় তুলনামূলক অধিক ভালো ফল অর্জন করা সত্ত্বেও শুধু আসন স্বল্পতার জন্য অনেক মেধাবী মেয়ে ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া গার্লস ক্যাডেট কলেজগুলোর ভৌগলিক অবস্থান অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চলে কোনো গার্লস ক্যাডেট কলেজ নেই।'

তিনি আরও বলেন, 'নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০১১ সালের ৪ জুলাইয়ের বৈঠকে হাওর অঞ্চলে একটিসহ দেশের পুরোনো ২০টি জেলার যেগুলোতে কোনো ক্যাডেট কলেজ নেই, সেসব জেলায় একটি করে ক্যাডেট কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ২০টি জেলার মধ্যে ফরিদপুর জেলায় ১টি গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের প্রস্তাবনা উত্থাপিত হয়েছিল। পরে আর্থিক সংশ্লেষের কারণে তা স্থাপন করা সম্ভব হয়নি।'

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

33m ago