যাত্রীর চাপ বাড়লেও অপেক্ষার ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে

আজ শুক্রবার সকালে পাটুরিয়া ঘাট এলাকার চিত্র। ছবি: স্টার

এবারের ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষের চাপ বাড়লেও ঘাট এলাকায় যাত্রীদের ভোগান্তি নেই বললেই চলে।

ঘাটে পৌঁছানোর কিছুক্ষণ পরই যাত্রীরা ফেরি ও লঞ্চে পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথ পারাপার হচ্ছেন। আবার ফেরিঘাটে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকেও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে না।

আজ শুক্রবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ঘাট এলাকায় অবস্থান করে এমন চিত্র দেখা গেছে। 

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলছেন, এখন এই রুটে যাত্রী ও যানবাহন পারাপারের কাজে মোট ১৮টি ফেরি ও ৩৩টি লঞ্চ চালু আছে।

সাভারের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক মিল্টন হোসেন ঈদের ছুটিতে আজ পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি জানান, সাভার থেকে লোকাল বাসে চড়ে পাটুরিয়া ঘাটে এসেছেন তারা। জনপ্রতি ২০০ টাকা ভাড়া নিয়েছে। পথে কোনো যানজট ছিল না।

রাজবাড়ির বালিয়াকান্দি এলাকার বাসিন্দা আব্দুর রহিমও মোবাইলে বললেন, ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়নি তারা। ঘাটে পৌঁছে অল্প সময়ের মধ্যে লঞ্চও পেয়ে গেছেন তিনি।

একইভাবে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও চলাচল নির্বিঘ্ন আছে বলে জানান ওই পথের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মেরাজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, শৃঙ্খলা রক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীর চাপ বাড়লেও যানজট নেই।

Comments

The Daily Star  | English

Yunus for presenting true, impartial history of Liberation War

Directs all concerned to work accordingly to ensure that the real history of the Liberation War emerges through all the projects of the Liberation War affairs ministry in the coming days

20m ago