গাবতলী চেকপোস্টে তল্লাশি, ঢাকা-আরিচা মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

চেকপোস্টে প্রায় সবগুলো গাড়ি তল্লাশির কারণে ঢাকার প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে অন্তত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
ঢাকার প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে অন্তত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ছবি: স্টার

রাজধানী ঢাকায় আগামীকাল শনিবার আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশের ডাক দিয়েছে।

এসব সমাবেশকে কেন্দ্র করে আজ শুক্রবার রাজধানীর আমিনবাজার ও গাবতলীতে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালানো শুরু করেছে পুলিশ। 

চেকপোস্টে প্রায় সবগুলো গাড়ি তল্লাশির কারণে ঢাকার প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত অন্তত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বিকেল ৫টা থেকে যানজট শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এটি সালেহপুর ব্রিজ পর্যন্ত পৌঁছে যায়।

ঢাকাগামী যাত্রী আলী রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা মেডিকেলে অসুস্থ আত্মীয়কে দেখতে বিকেলে সাভার থেকে বাসে উঠি। বলিয়ারপুরে যানজটে আটকে যায়। এক ঘণ্টায় গাড়ি হয়ত এক কিলোমিটার পথ যেতে পারছে।'

'আমিনবাজারে চেকপোস্টের কারণে এই যানজট হয়েছে বলে শুনেছি,' বলেন তিনি।

জানতে চাইলে ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল থেকে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বেড়েছে। আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে আমিনবাজার ও গাবতলীতে পুলিশ চেকপোস্টের কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।'

তবে, এখন মহাসড়কে যানবাহন থেমে থেমে চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হয়ে যাবে,' বলেন তিনি।

 

Comments