মিরপুরে প্যারিস রোড মাঠে কোরবানি দিলে ১ হাজার টাকা প্রণোদনা: মেয়র আতিক

মিরপুর ৩ নম্বর ওয়ার্ডের এই মাঠে কমপক্ষে ৫০০ পশু কোরবানির ব্যবস্থা করেছে ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

রাজধানীর মিরপুরে প্যারিস রোড সংলগ্ন মাঠে প্রতি পশু কোরবানিতে এক হাজার টাকা প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মিরপুর ৩ নম্বর ওয়ার্ডের এই মাঠে কমপক্ষে ৫০০ পশু কোরবানির ব্যবস্থা করেছে ডিএনসিসি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, 'মিরপুরের প্যারিস রোড সংলগ্ন মাঠে আমরা অন্তত ৫০০ গরু কোরবানির আয়োজন করেছি। যারা এখানে কোরবানি দিতে আসবেন তারা গরু প্রতি এক হাজার টাকা প্রণোদনা পাবেন।'

এ ছাড়া, ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডের একটি নির্ধারিত স্থানেও অন্তত ১০০ পশু কোরবানির ব্যবস্থা করা হয়েছে।

Comments