মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ‘কটূক্তি’, সাইবার আইনে মামলায় এনজিওকর্মী কারাগারে
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের হাকিমপুরে সাইবার নিরাপত্তা আইনের মামলায় একজনকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে জাহাঙ্গীর আলমকে (৪৩) হাকিমপুরে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি ধরন্দা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। জাহাঙ্গীর পেশায় একজন এনজিওকর্মী। এর আগে তিনি হিলি স্থলবন্দরে চাকরি করতেন।
মামলার বাদী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের হাকিমপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার লিয়াকত আলী। মামলার এজাহারে তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কটূক্তি করে গত ১৭ জুন ফেসবুকে পোস্ট দেন জাহাঙ্গীর।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ফেসবুকে মন্তব্যের কারণে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments