শেখ হাসিনাকে আনারস উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁড়িভাঙ্গা আম পাঠান।
ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব জোরদার করার লক্ষ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ১০০ কার্টন আনারস পাঠিয়েছেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সমন্বিত চেকপোস্ট দিয়ে আনারসগুলো পাঠানো হয়।

ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য, আখাউড়া স্থলবন্দর কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদারের কাছে ত্রিপুরার বিখ্যাত 'কুইন' জাতের আনারসের প্রায় ৫০০ কেজি (৬০০ পিস) হস্তান্তর করেছেন।

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁড়িভাঙ্গা আম পাঠান।

আনারস হস্তান্তরের পর দীপক বৈদ্য সাংবাদিকদের বলেন, 'ত্রিপুরার রানি জাতের আনারস বিশ্বের অন্যতম সেরা। এটি খেতে খুবই সুস্বাদু ও রসালো। এই উপহারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যকার মধুর সম্পর্ক আরও মজবুত হবে।'

এ সময় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা সজিব চক্রবর্তী ও বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ইনচার্জ সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

$800m repayment to Russia in limbo

About $809 million has piled up in a Bangladesh Bank escrow account to repay loans and interest for the Russia-funded Rooppur Nuclear Power Plant.

11h ago