মতিউরের পরিবারের সম্পদের তথ্য জানতে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

মতিউর রহমান, তার স্ত্রী ও সন্তানের নাম উল্লেখ করে বিভিন্ন দপ্তরকে পৃথক চিঠি দেওয়া হয়েছে।
মতিউর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে সম্পদের তথ্য পেতে বিভিন্ন সরকারি দপ্তরে নথি চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা যায়, মতিউর রহমান, তার স্ত্রী ও সন্তানের নাম উল্লেখ করে গতকাল শনিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ঢাকা, নরসিংদী ও মুলাদীর সাব-রেজিস্ট্রার কার্যালয় ও ভূমি অফিস, রাজউক, জয়েন্ট স্টক কোম্পানিসহ বিভিন্ন দপ্তরকে পৃথক চিঠি দেওয়া হয়েছে।

মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তদন্তে গত ২৩ জুন তিন সদস্যের একটি টিম গঠন করে দুদক। সংস্থাটির উপ-পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে দলটি কাজ করছে।

মতিউর রহমানের বিরুদ্ধে গত ৪ জুন দুদকে অভিযোগ জমা দেওয়ার পর তদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন।

 

Comments