বাংলাদেশ

নারায়ণগঞ্জের সেই বাড়ি থেকে ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধার

বিকেল পৌনে ৩টার দিকে বোমা ডিসপোজাল ইউনিটের এক সদস্যকে লাল বালতিতে ‘বিস্ফোরক দ্রব্য’ নিষ্ক্রিয় করার জন্য ভবনটির পাশে খালি জায়গায় এনে রাখতে দেখা যায়।
লাল বালতিতে ‘বিস্ফোরক দ্রব্য’ নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাচ্ছেন বোমা ডিসপোজাল ইউনিটের এক সদস্য। ছবি: স্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার সেই চারতলা বাড়িতে অভিযান চালিয়ে 'বোমা সদৃশ বস্তু' উদ্ধার করেছে পুলিশের বিশেষায়িত সোয়াত ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ অভিযান শুরু হয়।

পরে বিকেল পৌনে ৩টার দিকে বোমা ডিসপোজাল ইউনিটের এক সদস্যকে লাল বালতিতে 'বিস্ফোরক দ্রব্য' নিষ্ক্রিয় করার জন্য ভবনটির পাশে খালি জায়গায় এনে রাখতে দেখা যায়।

বিস্ফোরকটি ভবনের পাশে খালি জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ছবি: স্টার

অভিযানে নেতৃত্ব দেওয়া এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্ল্যাট থেকে বের করে আনা বিস্ফোরকটি ভবনের পাশে খালি জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। আরও একটি বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে।'

 

Comments