সিরাজগঞ্জে আরও বেড়েছে যমুনার পানি

দু-একদিনে বিপৎসীমা ছাড়িয়ে যাবে
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, দ্রুত বাড়ছে যমুনার পানি। আগামী দুই এক দিনের মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে যমুনা নদী সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে ১৪ দশমিক ১০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৪০ সেন্টিমিটার।

একই সময়ে সিরাগঞ্জের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে ১২ দশমিক ৪৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে যমুনা। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে প্রায় ৪২ সেন্টিমিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান বলেন, আগামী তিন দিন নদীতে পানি বৃদ্ধি পেতে পারে। যেভাবে দ্রুত গতিতে পানি বাড়ছে তাতে, যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করেন তিনি।

 

Comments