আবারও বাড়ল আইজিপি আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে সরকার।
আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পীর সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১২ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পুলিশের মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এর আগে গত বছরের ৯ জানুয়ারি চুক্তিভিত্তিতে তার চাকরির মেয়ার দেড় বছরের জন্য বাড়ানো হয়।
পুলিশ সূত্র জানায়, এই প্রথম কোনো আইজিপির চাকরির মেয়াদ দুইবারের জন্য বাড়ানো হলো।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন আবদুল্লাহ আল মামুনসহ র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন।
Comments