কলারোয়ায় বিরিয়ানি খেয়ে অসুস্থ শতাধিক

এ ঘটনায় বিরিয়ানি সরবরাহকারী রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অসুস্থ অনেককে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় একটি অনুষ্ঠানে সরবরাহ করা বিরিয়ানি খেয়ে এক গ্রামের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। 

তাদের মধ্যে ৩৫ জনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
তারা সবাই উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার রাতে তারা অসুস্থ হন।

এ ঘটনায় বিরিয়ানি সরবরাহকারী রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আফতাবুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সিংহলাল বাজারে আগাতা ফিড কোম্পানির চাষি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ১৫০ চাষি অংশ নেন। অনুষ্ঠান শেষে তাদের কলারোয়ার নবাব বিরিয়ানি রেস্তোরাঁ থেকে আনা বিরিয়ানির প্যাকেট সরবরাহ করা হয়।'

তিনি আরও বলেন, 'বিরিয়ানির প্যাকেট তারা বাড়িতে নিয়ে যান। পরে বিরিয়ানি খাওয়ার পর বিকেল থেকে অনেকের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। রাত ১১টা পর্যন্ত ওই গ্রামের শতাধিক মানুষ অসুস্থ হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।'

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রবিউল ইসলাম (৩০) ডেইলি স্টারকে বলেন, 'সকাল ১১টায় সিংহলাল বাজারে চাষি সম্মেলনে যোগ দেই। বিকেল ৪টার দিকে সম্মেলন শেষে এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হয় আমাদের। বাড়িতে গিয়ে রাত ৮টার দিকে ওই বিরিয়ানি খাই। রাত ৯টার দিকে বমি ও পরে পাতলা পায়খানা শুরু হয়। পরে রাত ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হই।'

একই কথা জানান ওই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৪০), আকশেদ আলী (৩৫), সেলিম হোসেন ও লাভলু মিয়া (৩৫)। 
তারা জানান, বিরিয়ানি খাওয়ার পর তারা অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। 

জানতে চাইলে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন ভর্তি আছে। কয়েকজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।'

তিনি জানান, 'খাবারে বিষক্রিয়াজনিত কারণে বমি ও পাতলা পায়খানার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। যারা ভর্তি আছে তারা সুস্থ হয়েছেন।'
 
জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় কলারোয়ার নবাব বিরিয়ানির মালিক রবিউল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভোক্তা অধিকারের পক্ষ থেকে রবিউল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে।' 

Comments