হ্যাকের পর আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট পুনরুদ্ধার

হ্যাকাররা ওয়েবসাইটে বার্তা রেখে যায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) ওয়েবসাইট হ্যাকের পর পুনরুদ্ধার করা হয়েছে। তবে এর আগে ওয়েবসাইটটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে ডাউন ছিল।

বিএমডির আবহাওয়াবিদ মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'হ্যাক হওয়ার পর আমরা সফলভাবে ওয়েবসাইটটি উদ্ধার করেছি। হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত তা আমরা জানি না। ওয়েবসাইটে থাকা বিভিন্ন তথ্যের কোনো ক্ষতি করেছে কিনা তা এখন আমরা খতিয়ে দেখছি।'

তিনি আরও বলেন, হ্যাকারদের এখনো শনাক্ত করা যায়নি। হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে আমরা কাজ করছি।

বিএমডি কর্মকর্তারা জানান, সকাল ৮টায় ওয়েবসাইটটি হ্যাক করা হয় এবং সকাল ১০টা ২৭ মিনিটে তা পুনরায় উদ্ধার করা হয়।

এদিন সকালে ২ ঘণ্টা ২৭ মিনিট সাইটে ঢুকতে পারেননি ব্যবহারকারীরা।

হ্যাকাররা ওয়েবসাইটে একটি বার্তা রেখে যায়: ' HACKED BY ODIYAN911. TE4M UCC INDIAN H4CKERS…..'।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago