কোটা বাতিলে রোববার আপিল বিভাগের শুনানি
কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দুটি লিভ টু আপিল আবেদনের শুনানি আগামী রোববার।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ তারিখ নির্ধারণ করেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে রোববার এ শুনানি হবে।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ নির্ধারণের আদেশ দেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ।
কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে লিভ টু আপিল আবেদনের শুনানি দ্রুত করতে রোববার আবেদন করার কথা ছিল রাষ্ট্রপক্ষের।
কিন্তু আজ আবেদনের কপি পাঠানোর পর সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিম তার সরকারি বাসভবন থেকে রোববার শুনানির তারিখ দেন।
Comments