গ্রাহকের শতকোটি টাকা নিয়ে ভারতে পালানো স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক গ্রেপ্তার

প্রাণনাথ দাস। ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবী সংস্থা খুলে গ্রাহকের টাকা হাতিয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রাণনাথ দাস দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাতক্ষীরা ও এর আশপাশের এলাকায় কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

আজ শনিবার সকালে প্রাণনাথকে পুরাতন সাতক্ষীরা এলাকায় নিজের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতে কয়েক বছর সাজা ভোগের পর দেশে ফিরেছিলেন তিনি। গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্বেচ্ছাসেবী সংস্থাটির বিক্ষুব্ধ আমানতকারীরা টাকা ফিরে পাওয়ার দাবিতে তার বাড়ির সামনে ভিড় করেন।

জানা যায়, গ্রাহকদের টাকা হাতিয়ে নিতে প্রগতি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলেন প্রাণনাথ। সংস্থাটির প্রধান কার্যালয় ছিল সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায়। পুরাতন সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের পাশেই তার আলিশান বাড়ি। সেখানে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। গত বছরের শেষ দিকে এসে গ্রাহকদের আমানত ও লভ্যাংশ ফেরত দিতে গড়িমসি শুরু করেন প্রাণনাথ।

প্রশাসন ও পুলিশে অভিযোগ করেও টাকা ফেরত পাননি আমানতকারীরা। এর মধ্যেই আত্মগোপনে যান প্রাণনাথ।

একপর্যায়ে গত বছরের ১৯ ডিসেম্বর শত শত গ্রাহক প্রগতি কার্যালয়ে এসে অফিস তালাবদ্ধ পান। এর পর থেকে প্রাণনাথের বাড়িটিও তালাবদ্ধ পাওয়া যায়।

চলতি বছরের ১৯ মার্চ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকা থেকে সেদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন প্রাণনাথ। সেখানে কয়েকমাস কারাভোগের পর দেশে ফিরে আজ সকালে সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম প্রাণনাথকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

59m ago