আটক এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে আইনি সহায়তা দেবে সরকার

খুলনায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে বুধবার ১৭ বছরের এক নারী শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ছবি: হাবিবুর রহমান/স্টার

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকে, তাদের পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে সরকার আইনি সহায়তা দেবে।

আটক শিক্ষার্থীদের যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাতক্ষীরায় পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাত জনকে দুই দিনের রিমান্ড শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

25m ago