নারায়ণগঞ্জে মিছিলের পর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নবাব সলিমউল্লাহ সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জে চাষাঢ়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে নারায়ণগঞ্জে মিছিলের পর শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টা থেকে শহরের চাষাঢ়ায় জড়ো হতে থাকেন তারা। পরে সাড়ে ১১টার দিকে একটি মিছিল বের করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ঘুরে চাষাঢ়ায় এসে আশেপাশের গুরুত্বপূর্ণ চারটি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

হাজারো শিক্ষার্থী চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে অবস্থান নিয়ে তাদের দাবিগুলো উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের আরেকটি দলকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদিক্ষণ করতে দেখা গেছে। তারা শহরের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নামে সাঁটানো ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেছেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে বিক্ষোভ করছেন তারা।

এদিকে সড়ক অবরোধ করায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নবাব সলিমউল্লাহ সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকে শহরে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

তবে, বেলা ১২টার দিকে বিজিবির কয়েকটি গাড়ি চাষাঢ়ায় পুলিশ বক্সের সামনে দেখা যায়। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তারা সলিমউল্লাহ সড়ক ধরে সামনের দিকে এগিয়ে যান।

বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago