সিলেটে হাজারো বিক্ষোভকারীর কণ্ঠে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
সিলেট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন বেশ কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের মুখে মূল স্লোগান ছিল 'ভুয়া ভুয়া'।
সেসময় আন্দোলনকারীদের সরকারের পদত্যাগের দাবি করতে শোনা যায়।
আজ দুপুর ২টা থেকে আন্দোলনকারীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে নগরীর অন্যান্য স্থান থেকে মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় সমবেত হতে শুরু করেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি নানা পেশাজীবীদের অংশ নিতে দেখা গেছে।
প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে তারা বিক্ষোভ করছেন। সেসময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
Comments