আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন
পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের রাবার বুলেটে নিহত হন সাঈদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী রোকনুজ্জামান রোকন জানান, পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

রিমান্ডে নেওয়া দুই পুলিশ সদস্য হলেন তাজহাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আমীর আলী এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনের কনস্টেবল সুজন চন্দ্র রায়।

গত ১৬ জুলাই ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় গত ১৮ আগস্ট ১৭ জনকে আসামি করে মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

গত ৩ আগস্ট অভিযুক্ত এএসআই আমীর আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে অভিযুক্ত এএসআই মো. আমীর হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে সোমবার গ্রেপ্তারের পর পুলিশের তদন্ত ব্যুরোর (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়।

পিবিআই বর্তমানে মামলাটি তদন্ত করছে।

 

Comments