চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনী

সরেজমিনে দেখা যায়, বন্দর নগরীর জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার মোড় ও চট্টেশ্বরী রোড এলাকায় সেনা সদস্যরা যানবাহন তল্লাশি করছেন।
ছবি: সংগৃহীত

আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে সেনাবাহিনী।

সরেজমিনে দেখা যায়, বন্দর নগরীর জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার মোড় ও চট্টেশ্বরী রোড এলাকায় সেনা সদস্যরা যানবাহন তল্লাশি করছেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণরীরা নগরীর নিউমার্কেট এলাকায় জড়ো হলে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা জুবিলি রোড ও কাজির দেউড়ি এলাকায় আশ্রয় নেন। এরপর ওই এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও তাদের ধাওয়া দেন। পরে বিক্ষোভকারীরা ফের ছত্রভঙ্গ হয়ে লালখান বাজার এলাকায় চলে যায়।

এক পর্যায়ে, আন্দোলনকারীরা ওয়াসা মোড়ে জড়ো হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তিন দিক থেকে তাদের ঘেরাও করে হামলা করে।

এদিকে, নগরীর নিউমার্কেট, আমতল, তিন পোলের মাথা এলাকাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

বিকাল ৩টার দিকে নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত অন্তত ৭৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার তুহিন শুভ্র দাস বলেন, তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন।

এ ছাড়া, চট্টগ্রামের পটিয়া উপজেলায় সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

Comments