ঢাকায় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে নিহত কমপক্ষে ৬

সংঘর্ষে নিহত ছয়জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
মৃত রোগীর স্বজনদের হাতে ডাক্তার মারধরের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। ছবি: শাহীন মোল্লা

রাজধানীর যাত্রাবাড়ি-কাজলায় ও ঢাকা মেডিকেলের কাছে নতুন ভবন এলাকায় এক দফা দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হয়েছে।

সংঘর্ষে নিহত ছয়জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১টায় ঢাকা মেডিকেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চারটি মরদেহ আনা হয়েছে যাত্রাবাড়ি-কাজলা এলাকা থেকে ও দুটি মরদেহ আনা হয়েছে ঢাকা মেডিকেলের কাছে নতুন ভবন এলাকা থেকে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ছয়জনের মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে।

Comments