নাটোরে এমপি শিমুলের বাড়িতে আগুন

বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধরা
ছবি: সংগৃহীত

নাটোরে বিক্ষুব্ধ জনতা সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যলয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার বিকেল ৩টার পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মূল সড়কে ছাত্র-জনতার খণ্ড খণ্ড মিছিল নিয়ে বের হয়।

বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধরা। বিকেল ৫টার দিকেও আগুন জ্বলছিল।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় হাজারো মানুষ।

ছাত্র-জনতা বিজয় মিছিল থেকে শেখ হাসিনার দেশ ছাড়া নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। এসময় সেনা সদস্যদের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় ছাত্র জনতাকে।

Comments