হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ হয়েছে। ছবি: টিটু দাস/ স্টার

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

নিপীড়নবিরোধী মঞ্চের উদ্যোগে আজ শনিবার দুপুরে নগরীর অশ্বিনীকুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায়, ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না।

তারা বলেন, বৈষম্য নিরসনের কথা বলা হলেও এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এসময় তারা সব হামলা, নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। সেই সাথে সংখ্যালঘু সুরক্ষা কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংসদে  ১০ শতাংশ প্রতিনিধিত্ব দাবি করেন তারা।

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে জানান, তারা নির্ঘুম রাত পার করছেন। আতঙ্ক নিরসনে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও পাচ্ছেন না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আন্দোলনের জেলা সমন্বয়ক কিশোর কুমার বালা, বাসদ সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তীসহ অনেকে।

বক্তারা এ সময়, আগামী দুই দিন এই প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

Comments

The Daily Star  | English
Bangladesh exports increased in April

Bangladesh’s exports fell in August

Export earnings dip in August driven by sluggish garment sector

1h ago