১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টের ছুটি বাতিল করেছে সরকার। আজ মঙ্গলবার সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে গভর্নর পদে থাকার সর্বোচ্চ সীমা ছিল ৬৭ বছর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর এই বয়সসীমা থাকল না।

কারণ হিসেবে বলা হয়, 'এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই।

এর পাশাপাশি গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহিদ পরিবার-কে সহায়তা দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি নীতিমালা প্রণয়ন করবে। একই সঙ্গে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতিসহ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে।

Comments