র‌্যাব-১০ এর কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র-গুলি বুঝিয়ে দিল সেনাবাহিনী

উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

৫ আগস্ট সরকার পতনের দিনে ঢাকার যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের ৬০টি আগ্নেয়াস্ত্র ও চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করে তা র‌্যাবকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।

আজ সোমবার সকালে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া সেনা ক্যাম্পে অস্ত্রগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ বুঝিয়ে দেন।

ফাহিম মাহবুব জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ১৭টি নাইন এমএম পিস্তল, ছয়টি এসএমজি, ১৬টি শটগান।

অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম,ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো. রকিবুল আলম, ক্যাপ্টেন  আব্দুল্লাহ-হিল তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

5m ago