ফটিকছড়িতে নৌকা সংকটে ত্রাণ বিতরণ ব্যাহত

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে অপেক্ষায় মানুষ। ছবি: সিফায়াত উল্লাহ/ স্টার

নৌকা সংকটের কারণে ত্রাণ বিতরণ ব্যাহত হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির তিনটি ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার একাংশে।

ফলে জেলার বিভিন্ন স্থান থেকে ত্রাণ নিয়ে আসা লোকজনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নাজিরহাট-কাজিরহাট সড়কের কেবিএম ব্রিকস এলাকায় অন্তত ৫০টি ত্রাণবাহী পিকআপ, মিনি ট্রাক দাঁড়িয়ে আছে।

ওই স্থান থেকে মাত্র তিনটি নৌকা ত্রাণ নিয়ে পানিবন্দি সুয়াবিল, শোভনছড়ি, হারুয়ালছড়িতে আসা যাওয়া করছে।

জেলা রেড ক্রিসেন্টের ডেপুটি চিফ অনন্ত সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ৩৫০টি প্যাকেট শুকনো খাবার নিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি।

যে তিনটি বোট চলাচল করছে সেগুলো জনপ্রতি ২০ টাকা করে আদায় করছে। পাশাপাশি ত্রাণ পরিবহনের জন্য অতিরিক্ত টাকা আদায় করছে।

পটিয়া থেকে ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবক রোকন উদ্দিন বলেন, ৫০০ প্যাকেট ত্রাণ সুয়াবিল পৌঁছাতে তাকে ২ হাজার টাকা নৌকা ভাড়া দিতে হয়েছে।

হাটহাজারী ফতেয়াবাদ থেকে খিচুড়ি নিয়ে আসা এমদাদ হোসেন বলেন, 'রান্নাকরা খাবার বেশিক্ষণ রাখা যায় না, নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে বোট মিলছে না।'

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

10h ago