সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এ বিষয়ে বিএফআইইউ আজ বৃহস্পতিবার ব্যাংকগুলোকে একটি চিঠি দিয়েছে।

চিঠিতে সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল ও তাদের স্ত্রীদের সব ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বিএফআইআইইউ।

আমিন উদ্দিন ২০২০ সালের অক্টোবরে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। শেখ হাসিনা সরকার পতনের দুদিন পর তিনি পদত্যাগ করেন।

অন্যদিকে গত বছরের সেপ্টেম্বরে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ওবায়দুল হাসান। ১০ আগস্ট তিনি পদত্যাগ করেন।

 

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

30m ago