জরুরি বিভাগ ‘শর্ত সাপেক্ষে’ চালু থাকবে: আন্দোলনরত চিকিৎসকরা

আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ বক্তব্য দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামী ২৪ ঘণ্টা সারা দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগ 'শর্তসাপেক্ষে' চালু থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকরা।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের এ কথা জানান নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন।

আজ বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত চিকিৎসকরা। বৈঠকে ২৪ ঘণ্টা কর্মবিরতি স্থগিতের আশ্বাস দেন চিকিৎসকরা।

আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি চিকিৎসকদের ওপর হামলাকারী অপরাধীদের গ্রেপ্তার করে জনসমক্ষে বিচার না করা হয় তাহলে আগামীকাল সোমবার রাত ৮টা থেকে আবারও কমপ্লিট শাটডাউন চলবে।'

তিনি আরও বলেন, 'হাসপাতালগুলোতে যে কয়জন চিকিৎসক থাকবে, সেই কয়জন পুলিশ বা বিজিবি যেকোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থাকতে হবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে। এটা নিশ্চিত করার পর আমরা জরুরি সেবা চালু করব।'

তিনি বলেন, 'আগামী ৭ দিন সারা দেশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের ও রুটিন সেবা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে চিকিৎসকদের সুরক্ষাসহ আমাদের ৪ দফা দাবি মেনে নিতে হবে। এই ৭ দিনের মধ্যে আমাদের দাবি আদায় হলে আমরা আবার আউটডোর সেবা ও রুটিন সেবা দেবো।'

ডা. আব্দুল আহাদ বলেন, 'চিকিৎসকদের সুরক্ষায় একজন চিকিৎসকের বিপরীতে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে নিয়োগ নিশ্চিত করতে হবে। যেসব হাসপাতালে এটা নিশ্চিত করা হবে, শুধু সেসব হাসপাতালে জরুরি সেবা চালু করা হবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না।'

 

Comments

The Daily Star  | English
World Bank loans for Bangladesh

Logistics costs eat up 16% of GDP

Bangladesh's logistics costs double global average, World Bank official says

16h ago