চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। ছবি: পলাশ খান/স্টার

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে শত শত চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

ছবি: পলাশ খান/স্টার

এতে শহরের গুরত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরতরা জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে এখানে অবস্থান করছেন।

ছবি: পলাশ খান/স্টার

নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রত্যাশী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা গত ১৪ বছর ধরে এ দাবি জানিয়ে আসছি। কিন্তু আজও তার সমাধান পাইনি।'

ছবি: পলাশ খান/স্টার

এ বিষয়টি সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেছেন তারা।

ছবি: পলাশ খান/স্টার

বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাকরিপ্রত্যাশীদের অবরোধ চলছিল।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

10h ago