চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ

শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। ছবি: পলাশ খান/স্টার

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে শত শত চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

ছবি: পলাশ খান/স্টার

এতে শহরের গুরত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরতরা জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে এখানে অবস্থান করছেন।

ছবি: পলাশ খান/স্টার

নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রত্যাশী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা গত ১৪ বছর ধরে এ দাবি জানিয়ে আসছি। কিন্তু আজও তার সমাধান পাইনি।'

ছবি: পলাশ খান/স্টার

এ বিষয়টি সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেছেন তারা।

ছবি: পলাশ খান/স্টার

বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাকরিপ্রত্যাশীদের অবরোধ চলছিল।

Comments

The Daily Star  | English

Kihak Sung awarded honorary citizenship of Bangladesh

Kihak Sung's company has created some 72,000 jobs in KEPZ in Chatogram and has been one of the largest exporters from Bangladesh for many years

12m ago