চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে আউটসোর্সিং কর্মীদের অবরোধ

সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।
চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে আউটসোর্সিং কর্মচারীদের অবরোধ। ছবি: সংগৃহীত

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। অবরোধের কারণে সকাল থেকে রাজধানীর ব্যস্ত এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

সিলেট থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, 'চাকরি জাতীয়করণ আমাদের এক দফা দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'

Comments

The Daily Star  | English

Labour unrest caused $400m loss in garment industry: BGMEA

Work orders from international brands returning as normalcy returns

8m ago