রাজেন্দ্রপুরে যাত্রাবিরতি দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

আড়াই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল
রাজেন্দ্রপুর ট্রেন
ঢাকা-ময়মনসিংহ রেল রুটের রাজেন্দ্রপুরে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন। ছবি: স্টার

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের রাজেন্দ্রপুরে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেছে স্থানীয়রা। এতে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে সকাল থেকে প্রায় আড়াই ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর রেল স্টেশনে আন্দোলন শুরু হয়।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের পরিদর্শক সেতাবর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা ময়মনসিংহ রেল রুটের রাজেন্দ্রপুরে যাত্রাবিরতি দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করে স্থানীয়রা।

আন্দোলনকারীরা জানায়, রাজেন্দ্রপুরে সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তারা মানববন্ধন করছেন।

স্থানীয় কয়েকজন জানায়, রাজেন্দ্রপুর রেল স্টেশনে 'স্টপেজে'র দাবিতে জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেন সকাল ১০টা ৪০ মিনিট থেকে আটকে রেখেছে বিক্ষোভকারীরা।

শ্রীপুর রেল জংশনের স্টেশন মাস্টার সফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১০টা ৩০ মিনিটে জামালপুর কমিউটার শ্রীপুর স্টেশন ছেড়ে রাজেন্দ্রপুরের দিকে যায়। সেখানে গেলে যাত্রীবাহী ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা।

পরে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Comments