আগারগাঁও–মতিঝিল অংশে মেট্রোরেল বন্ধ, যাত্রীরা বাস না পেয়ে পিকআপ-অ্যাম্বুলেন্সে

শত শত যাত্রী ট্রেন থেকে নেমে যান। সবাই ছুটতে থাকেন বিকল্প পরিবহনের খোঁজে। কিন্তু বেশিরভাগকেই হতাশ হতে হয়।
আগারগাঁও মোড়ে পিকআপ, অ্যাম্বুলেন্স থামিয়ে উঠে পড়ছেন মেট্রোরেলের যাত্রীরা। ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর মিরপুরের বাসিন্দা সীমান্ত রহমান (ছদ্মনাম)। প্রতিদিন শেওড়াপাড়া থেকে মেট্রোরেলে চড়ে ফার্মগেটে অফিস করেন। আজও একই উদ্দেশে মেট্রোরেলে চড়েছিলেন। তবে শেষপর্যন্ত পায়ে হেঁটে অফিসে পৌঁছাতে হয় তাকে।

আজ বুধবার সকালে দ্য ডেইলি স্টারকে 'মেট্রো ভোগান্তি'র এ গল্প বলছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মী। 

সীমান্ত জানান, ট্রেনটি যথারীতি আগারগাঁও স্টেশনে এসে থামে। তবে আর ছাড়েনি। এসময় মেট্রোরেল কর্মীদের মাইকিং শোনা যায়, 'যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আগারগাঁও স্টেশন পর্যন্ত চলাচল করবে, মতিঝিল পর্যন্ত যাবে না।'

এখানেই শত শত যাত্রী ট্রেন থেকে নেমে যান। সবাই ছুটতে থাকেন বিকল্প পরিবহনের খোঁজে। কিন্তু বেশিরভাগকেই হতাশ হতে হয়।

ছবি: রাশেদ সুমন/স্টার

আগারগাঁও মোড়ে সেসময় গণপরিবহন ছিল একেবারেই কম। এত লোকের ভিড়ে অনেকেই গন্তব্যে যাওয়ার তেমন কোনো ব্যবস্থাই করে উঠতে পারেননি।

শেষমেশ কাউকে কাউকে দেখা গেল পিকআপ, অ্যাম্বুলেন্স থামিয়ে উঠে পড়তে। যারা তা পারছিলেন না, তারা পায়ে হেঁটেই রওনা হন। 

তবে নারী, প্রবীণ ও অসুস্থ যাত্রীরা পড়েন বিপদে। এসময় তাদের আক্ষেপ করতে এবং ক্ষোভ ঝাড়তে দেখা যায়।

ছবি: রাশেদ সুমন/স্টার

মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, 'অনিবার্য কারণবশত আজ সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।'

দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

 

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago