পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ফেসবুকে পোস্ট, দুই পুলিশ দুই দিনের রিমান্ডে

রিমান্ড আবেদনে ওসি বলেন, তারা দুজনেই ভুয়া আইডি খুলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
স্টার ফাইল ছবি

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় দুই পুলিশ সদস্যকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন কনস্টেবল সোয়েবুর রহমান (৩২) ও নায়েক সজিব সরকার (২৭)।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে ওসি বলেন, তারা দুজনেই ভুয়া আইডি খুলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তাই ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাদের রিমান্ডে নেওয়া দরকার।

রিমান্ড শুনানির সময় সোয়েবুর রহমান আদালতকে বলেন, 'আমরা কোনো অপরাধ করিনি। স্বাধীন পুলিশ কমিশন চাওয়া কি আমাদের অপরাধ?'

শুনানির সময় নায়েক সজিব সরকার আদালতকে বলেন, '৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর যখন আমাদের নির্দেশনা দেওয়ার জন্য কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ছিলেন না তখন আমরা রাজারবাগ পুলিশ লাইন রক্ষা করেছি। কিন্তু এখন আমাদের গ্রেপ্তার করা হয়েছে।'

তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে তারা বিচারককে এসব কথা বলেন।

সোয়েবুরকে গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে যশোর পুলিশ লাইনস থেকে গ্রেপ্তার করা হয় এবং একই দিন দুপুর দেড়টার দিকে সজিব সরকারকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস থেকে গ্রেপ্তার করা হয়।

১৬ সেপ্টেম্বর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম অমিত হাসান মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago