পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, হতাহতের ঘটনায় এমজেএফের উদ্বেগ

প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে

পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষ, সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটি প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে এখন পর্যন্ত চার জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। গত দুই দিনের সংঘর্ষ ও সহিংসতায় বেশ কিছু দোকানপাট, ধর্মীয় উপাসনালয় ও যানবাহন ভাঙচুর ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা হয়েছে।

সহিংসতা থেকে সবাইকে রক্ষা করার আহ্বান জানিয়ে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, 'পার্বত্য চট্টগ্রামে এ ধরনের সংঘর্ষ-সহিংসতার ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত। হতাহতের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীসহ সকল নাগরিকের জন্য নিরাপদ পরিবেশ। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আইন নিজের হাতে তুলে না নেওয়া ও ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই।'

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

10h ago