‘ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১৫৮১’

বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত এক হাজার ৫৮১ জনের তালিকা তৈরি করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটি।

আজ শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

যৌথ এই সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতদের প্রাথমিক তালিকায় মোট এক হাজার ৫৮১ জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

তারা জানান, তালিকা প্রণয়নের কাজে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি, বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য দিয়েছে।

নিহতদের প্রাথমিক এই তালিকার তথ্য যাচাই-বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। জেলা প্রসাশনের কমিটি তথ্য যাচাই-বাছাই করার পর চূড়ান্ত তালিকা পাঠাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য ফারহাদ আলম ভুইয়া, ডা. মাহমুদা আলম মিতু, মনিরা শারমিন, সাইফ মোস্তাফিজ, স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি আহ্বায়ক নাহিদা বুশরা ইতি, সদস্যসচিব তারেকুল ইসলাম, সদস্য মোহাম্মদ শাকিল ইকবাল, মো: মাসউদুজ্জামান, রেড জুলাইয়ের প্রতিনিধি শেখ মোহাম্মদ সবুজ, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিনিধি আব্দুল্লাহ আল বোখারী।

Comments

The Daily Star  | English

IMF sets new loan conditions

Bangladesh must clear dues, hit steep revenue, reserve targets for next tranche

7h ago