২৬ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ থেকে নতুন দল ঘোষণা

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তারা আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মাধ্যমে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ভাবছেন।

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে এ জন্য একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে। গতরাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে তারা প্রথম বৈঠক করে। প্রস্তুতি কমিটির প্রথম বৈঠকে অংশ নেওয়া চারজন দ্য ডেইলি স্টারকে বলেন, ২৬ ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছেন।

বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা বৈঠকে সমাবেশের ব্যাপারে আলোচনা হয়। জমায়েতে লোকজন আনার জন্য বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে সাংস্কৃতিক, চিকিৎসা ও গণমাধ্যম বিষয়ক তিনটি উপকমিটিও গঠন করা হয়।

নতুন রাজনৈতিক দল সম্পর্কে সম্প্রতি শুরু হওয়া প্রচারণায় জনমত বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য আরও একটি উপকমিটি গঠন করা হয়।

বৈঠকে থাকা একটি সূত্র জানায়, সমাবেশে দলের ঘোষণা দেওয়া হলেও এর সনদ প্রকাশ করা নাও হতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন। তবে দলের সদস্য সচিব পদ নিয়ে মতবিরোধ রয়েছে।

নাগরিক কমিটির সূত্র জানায়, উপদেষ্টা মাহফুজ আলম চান নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী নতুন দলের সদস্যসচিব হিসেবে আসুক।

অন্যদিকে, প্ল্যাটফর্মে থাকা প্রাক্তন শিবির কর্মীরা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও শিবিরের ঢাবি ইউনিটের সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদ নতুন দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে থাকুক।

সূত্র জানায়, সম্ভাব্য বিভেদ এড়াতে এবং প্রাক্তন শিবির নেতাদের অন্তর্ভুক্ত করতে মূল নেতারা একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং একজন সিনিয়র সদস্য সচিব পদ নিয়ে আলোচনা করছেন।

Comments

The Daily Star  | English

US lowers Bangladesh tariff to 35% from 37%

Failure to secure a more favourable bilateral agreement by the Aug 1 deadline would be a significant blow to the country's export-oriented economy

5h ago