জয়কে হত্যার ষড়যন্ত্রের মামলায় মাহমুদুর রহমানের জামিন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বিবাদীপক্ষের জামিন আবেদন নিয়ে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
একই মামলায় গত ২৯ সেপ্টেম্বর মাহমুদুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মাহমুদুর রহমান পাঁচ বছরেরও বেশি সময় পর গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।
গত বছরের ১৭ আগস্ট তার অনুপস্থিতিতে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়াকেও একই মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
Comments