আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের খুঁজতে জনসাধারণকে সহায়তার আহ্বান ডিএমপি কমিশনারের

ছবি: ইউএনবি থেকে নেওয়া

জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমনে জড়িত থাকার পর আত্মগোপনে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে খুঁজে বের করতে জনসাধারণকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান।

তিনি বলেন, কিছু কর্মকর্তা ৫ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন এবং এখনো কর্মে ফিরে আসেননি।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কিছু কর্মকর্তা হয়তো পালিয়ে গেছেন। 'আমাদের ধারণা কিছু কর্মকর্তা আত্মগোপনে আছেন।'

তিনি এই কর্মকর্তাদের খুঁজে বের করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।

মাইনুল হাসান বলেন, 'আমরা আশা করি, সমাজের সর্বস্তরের মানুষ তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। যদিও আমরা তাদের খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তবুও আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

ডিএমপি কমিশনার হাসান ৫ আগস্ট বিভিন্ন থানায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহীত আইনি পদক্ষেপের বিষয়টিও তুলে ধরেন, যার ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি বিশেষভাবে যাত্রাবাড়ী ও উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলার কথা উল্লেখ করেন, যেখানে আরও মামলা ঝুলে আছে।

তিনি বলেন, 'রাজধানীর বিভিন্ন স্টেশনে দুর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।'

পুলিশের স্বাভাবিক কার্যক্রমে ফেরার সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার স্বীকার করেন, সাময়িক কাজে বিঘ্ন ঘটেছে। তবে জনগণকে আশ্বস্ত করেছেন যে, পুলিশি পরিষেবা পুনরায় শুরু হয়েছে। তিনি জনসাধারণকে আশ্বাস দেন পুলিশ দৃঢ় সংকল্প নিয়ে তাদের দায়িত্ব পালন করবে, বিশেষত দুর্গাপূজা উৎসবের আগে, পরিষেবায় কোনো বিঘ্ন ছাড়াই।

কমিশনারের মন্দির পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

1h ago