এবার পূজার জন্য সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে, উদযাপনও ভালো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: স্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খুবই ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। এবার পূজার জন্য সরকারের থেকে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে। 

আজ শনিবার সকালে মুন্সীগঞ্জে শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এবার পূজার জন্য চার কোটি টাকা দেওয়া হয়েছে। আগে দেওয়া হতো দুই বা তিন কোটি টাকা।'

নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার, নেভি, এয়ারফোর্স ও র‌্যাব সদস্যদের নিয়োজিত করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আস্তে আস্তে থানা পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে।'

স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রী শ্রী অন্তদেব কেন্দ্রীয় মন্দির, হাসাড়া পালেরবাড়ী মন্দিরসহ সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখরব নেন।

এসময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন ও পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

18m ago