প্রতিটি ক্ষেত্রে গণঅভ্যুত্থানের শক্তিকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে: শিল্প উপদেষ্টা

আদিলুর রহমান খান | ছবি: স্টার

প্রতিটি ক্ষেত্রে ছাত্র গণঅভ্যুত্থানের শক্তিকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। সক্রিয় অংশগ্রহণ না থাকলে সমস্যা আবারও ফিরে আসতে শুরু করবে এবং ফিরে আসছেও বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

এ সময় তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, খাল-বিল-জলাশয় অবৈধ দখলসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

ছাত্রদের ধারণা কাজে লাগিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাত্র ও পুলিশের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনা শুরু করতে যাচ্ছে জানিয়ে আদিলুর রহমান বলেন, 'এটা সারা দেশে করা হবে। আমি এ ব্যাপারে আশাবাদী।'

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, 'সব জায়গায় ডাম্পিংয়ের জায়গা নেই কিন্তু সরকারি জায়গা আছে।'

এ সময় তিনি বর্জ্য ডাম্প করতে সরকারি জায়গা ব্যবহার করার পরামর্শ দেন।

খাল, বিল ও জলাশয় অবৈধ দখন প্রসঙ্গে তিনি বলেন, 'যেটা ভরাট হওয়ার কথা না, সেটা কেন ভরাট করা হচ্ছে, তা আমরা দেখব। গত ১৫ বছরে দেশের অবস্থা এমন জায়গায় গেছে যে, কেউ কোনো সহযোগিতা পায় না। অভিযোগ করলেও কাজ হচ্ছে না।'

আদিলুর রহমান আরও বলেন, 'জলাভূমি যা দখল হয়েছে, আমরা তা উদ্ধার করে দিয়ে যাব।'

এর আগে মুন্সীগঞ্জ শহরের মালোপাড়া এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago