দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়া ছাড়া উপায় নাই: শিল্প উপদেষ্টা
দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়া ছাড়া উপায় নাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শনিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আদিলুর বলেন, 'জনগণের এই আন্দোলনের মধ্য দিয়ে এত মানুষের রক্তের ওপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়ার ছাড়া আমাদের তো উপায় নাই।'
কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, 'আমাদের এখানে ক্ষুদ্র শিল্পের কিছু পরিকল্পনা আছে। কিছু পরিবেশবান্ধব কাজ করার ব্যাপারে চেষ্টা আছে। যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন পরিকল্পনাটা থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেকদিনই বসবো এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, আমরা করব। কিছু আন্তঃমন্ত্রণালয়গত কিছু আলোচনা আছে।
'এই কাজগুলো করার ক্ষেত্রে গ্যাসের চাহিদা আছে। ঘোড়াশালের ক্ষেত্রে কিছুটা আছে। এটা আমরা আরও দেখছি। সার আমদানির ব্যাপারটা আমরা অগ্রাধিকারের মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি,' যোগ করেন তিনি।
Comments