অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না: সারজিস আলম

সারজিস আলম। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে এর চেয়ে বেশি রক্তপাত ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, 'অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আগামী দিনে সেখানে এর চেয়ে আরও বড় অভ্যুত্থান হবে ও বেশি রক্তপাত ঘটবে।'

শনিবার রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমন্বয়ক সারজিস আলম বলেন, 'যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে ছাত্র আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না।'

তিনি আরও বলেন, 'জুলাই অভ্যুত্থানে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনও কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছেন। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছেন। কেউ আবার পরবর্তীতে যাতে সুবিধা নেওয়া যায় সে চেষ্টা করছেন।'

সারজিস আলম বলেন, 'বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যারা তাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং যারা সংসদ সদস্যের চেয়ারে বসে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারা যে দলেরই হোক না কেন সবাই ফ্যাসিবাদের দোসর।'

তিনি আরও বলেন, এমন বাংলাদেশ চাই না যে একটি দল ক্ষমতায় এসে অন্যদের শোষণ করবেন। ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আবু সাঈদ ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই বাংলাদেশ তৈরির পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। কেউ বাধা হয়ে দাঁড়ালে আবারও রাজপথে দেখা হবে। আমরা জীবন দিতে এখনো প্রস্তুত। এ সংগ্রামে লড়াই হবে রাজপথে, নয়তো দেখা হবে বিজয়ে।'

এদিকে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ব্যাপক প্রতিবাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম আজ শনিবার রংপুরে সফর করেন এবং দুটি সভায় যোগ দেওয়ার পাশাপাশি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

সকাল ১১টার দিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. মইনুল ইসলামের সঙ্গে সারজিস রংপুরে পৌঁছান। 

বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সারজিস আলম।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় সংলাপ থেকে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার আহ্বান জানানোর পর জাপা তাদের রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে।

সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর রংপুর সফরের খবরে আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত রংপুর শহরের বিভিন্ন সড়কে জাপা নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন। রংপুর জেলা ও মহানগর জাপার উদ্যোগে এ মিছিলের নেতৃত্ব দেন দলের কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান।

Comments

The Daily Star  | English

Onion price rises on supply crunch

Onion prices at retail markets in Dhaka rose by Tk 10 to Tk 15 per kg over the past week, deepening the woes of low and fixed-income people

3h ago