গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, 'সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আমরা খুবই সচেতন। দুর্গাপূজার সময় আমরা সেটি এনশিওর করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের এই সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।'

পুলিশের একটি পরিসংখ্যানের উল্লেখ করে তিনি বলেন, 'এই পরিসংখ্যানে আমরা দেখেছি যে, অপরাধের গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে এসে হত্যার ঘটনা কমেছে।'

'আমরা মনে করি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে,' যোগ করেন তিনি।

পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের সেপ্টেম্বরে দেশে হত্যার ঘটনা ঘটে ২৩৪টি এবং অক্টোবরে ২৫৪টি। আর এ বছরের সেপ্টেম্বরে হত্যার ঘটনা ঘটে ২৭৮টি এবং অক্টোবরে ২৪৪টি।

এছাড়া, গত বছরের অক্টোবরে সারাদেশে ডাকাতির ঘটনায় ২২টি, ধর্ষণ ৪০৭, অপহরণ ৪৮টি সহ মোট ১৫ হাজার ৯৮৫টি মামলা হয়।

এ বছরের অক্টোবরে ডাকাতির ঘটনায় ৬২টি, ধর্ষণ ৩৮৪, অপহরণ ৯৬টি সহ মোট ১৩ হাজার ২৩৭টি মামলা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের তুলনায় এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দেশে ডাকাতি, হত্যা, দাঙ্গা, অপহরণের ঘটনা বেড়েছে এবং ধর্ষণ, নারী নির্যাতন, পুলিশ আক্রান্ত, চুরির ঘটনা কমেছে।

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

15m ago